গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জুলাই-২০২৪ সেশনের পাঠদান পহেলা জুলাই থেকে শুরু হবে।
রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র এক দিনের বিলম্বে শুরু হবে ক্লাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ তারিখ সোমবার থেকেই জুলাই-২০২৪ সেশনের নতুন ভর্তিকৃত ও অন্যান্য সকল শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট বিষয়ে এবং রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণের জন্য নিজ নিজ বিভাগে যোগাযোগের জন্য জানানো হয়।
এসআই/