spot_img

শিক্ষক সমিতির টানা কর্মবিরতি ঘোষণা; সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

জাককানইবি প্রতিনিধি: সার্বজনীন পেনশন স্কিমে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের আহ্বানেদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ১ জুলাই হতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায় যতদিন পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরতি থাকবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

- বিজ্ঞাপন -

বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকার বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, আগামীকাল ১ জুলাই হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্বক কর্মবিরতি পালিত হবে এবং আগামী ৭ জুলাই শিক্ষক লাউঞ্জ মুখবন্ধে সকাল ১১টায় উপস্থিত হয়ে সর্বাত্বক কর্মবিরতি পালন করা হবে।

শিক্ষকদের টানা ক্লাস পরিক্ষা বর্জনের ঘোষণায় সেশন জটের আশঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এবিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এস এম মহিউদ্দিন রাহাত বলেন, করোনাভাইরাসের প্রকোপের ফলে দীর্ঘ দেড় বছরের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক বিশ্ববিদ্যালয় সেশনজটের সম্মুখীন হয়। ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে ক্লাস শুরু হয়ে এখন পর্যন্ত অনেক বিশ্ববদ্যালয় সেশনজটের সমাধান করলেও কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগ এখনো পুরোপুরি সেশনজট মুক্ত হতে পারেনি। এমতাবস্থায় শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি যদি দীর্ঘায়িত হয় তাহলে আবারো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের সৃষ্টি হতে পারে এ ব্যাপার নিশ্চিত ধারণা করা যায়। তাই আমি সরকার এবং শিক্ষক সমিতিকে অনুরোধ করছি শিক্ষার্থীদের কথা চিন্তা করে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান করার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ৷ যেখানে একজন শিক্ষার্থী ২-৩ দিনের জন্য জবের জন্য আবেদন করতে পারে না তারাই ইহার মর্ম বুঝবে৷ শিক্ষার্থীদের অনেক পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী তারা কাজ করে থাকে৷ তাই তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে এবং অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়বে বলে মনে করেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আবু হাসান।

উল্লেখ্য যে গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃকদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হব।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img