spot_img

জাবিতে রাজা-রানী নির্বাচনের তারিখ ঘোষণা

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানী নির্বাচন আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাজা ও রানী পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (০১ জুলাই) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার রাহুল এম ইউসুফ।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, ‘আগামী ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা শেষে সেদিনই ফল প্রকাশ করা হবে।’

নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা বিভাগের মো. শাকিল মাহমুদ মিহির এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নিক্সন খান। এছাড়া রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারুকলা বিভাগের মুনতাকা ইবনাত তুবা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাকিনা ইসলাম ঈষিকা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক মাহবুবুর রহমান লেলিন, কোষাধ্যক্ষ মো. আবু ওয়ালিদ এবং নির্বাচন কমিশনার মো. ফরিদ উদ্দিন ও আশিক আল অনিক প্রমুখ।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img