spot_img

গবির ৪র্থ সমাবর্তন: দ্বিতীয় দফায় বাড়ছে নিবন্ধনের সময়সীমা

এসম্পর্কিত আরো পড়ুন

গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী এক আগষ্ট ২০২৪ পর্যন্ত যেকোন সময় নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্তটি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

- বিজ্ঞাপন -

প্রশাসনিক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। হিসাবমতে, স্নাতক পর্যায়ের ৫ হাজার ৫৫৪ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৫৪৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে সুযোগ পাবেন কালো গাউন ও টুপি পরিধান করে শিক্ষাজীবনের সর্বশেষ স্মৃতিটুকু উপভোগ করার কথা। এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এডুকেশন টাইমসকে জানান, অনেক শিক্ষার্থী সমাবর্তনে নিবন্ধন করছেন সে ব্যাপারে লক্ষ্য করেই সময়সীমা বাড়ানো হয়েছে তবে পরবর্তীতে আর না বাড়ার সম্ভাবনা বেশি। কেন না খুব দ্রুতই রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক সমাবর্তনের তারিখ পাওয়া যাবে এ ব্যাপারে আশাবাদী।

এছাড়া ফি’র সংক্রান্ত তিনি আরও জানান, ২০১০ সালে ৫০০০ টাকা ছিল, তা বর্তমানে ৬০০০ টাকা হওয়া যুক্তিসঙ্গত মনে করি তাই সমাবর্তনের ফি আর কমানো হবে না।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে (https://convocation4.gonouniversity.edu.bd/) পাওয়া যাবে। আগামী অক্টোবরেই চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইউজিসি কর্তৃক নির্ধারিত চূড়ান্ত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img