spot_img

রাবির নতুন অর্থবছরের বাজেট পাস, সর্বোচ্চ বরাদ্দ বেতন-ভাতায়

এসম্পর্কিত আরো পড়ুন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ৫১৮ কোটি ৯৫ লক্ষ টাকা পাস হয়েছে। গত ৩০ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩২তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় ১৪ কোটি দুই লাখ টাকা, যা বাজেটের ২.৭ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয় ৩০১ কোটি ৭৪ লাখ টাকা, যা বাজেটের ৭৫.৮৭ শতাংশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লক্ষ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লক্ষ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লক্ষ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লক্ষ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লক্ষ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লক্ষ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লক্ষ টাকা। সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে এবছর ৩৯ কোটি ৭৪ লাখ টাকা বৃদ্ধি করে বাজেট পাশ করা হয়েছে। এছাড়াও এবার গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

অনুমোদিত এ বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, বই পত্র, গবেষণাগার সরঞ্জামাদি, স্মার্ট ক্লাসরুম, ফিল্ডওয়ার্ক, শিক্ষা সফর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রশিক্ষণ, খেলাধুলা ও শিক্ষাবৃত্তিসহ ১০ খাত অগ্রাধীকার পেয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, আসলে বাজেটের বিষয় হলো সরকারের থেকে কে কত বেশি নিয়ে আসতে পারে তার উপর নির্ধারণ করে। মূল বাজেট থেকে গবেষণা খাতে অন্তত ৩০ শতাংশ বাজেট রাখতে হবে। সেই তুলনায় অনেক কম দেওয়া হয়েছে। আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এর একটি কারণ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এবারের বাজেটে গবেষণায় বেশি গুরুত্বারোপ করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে তরান্বিত করবে। তাছাড়া শিক্ষা, প্রকাশনা ও গবেষণার গুণগত মান বৃদ্ধির ফলে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে আশা করছি।’

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img