spot_img

মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ, জবির দুই শিক্ষার্থীর বহিষ্কার দাবি

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: কোটা পদ্ধতিতে পুনর্বহালের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিভিন্ন বক্তব্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে অবমাননা ও কটূক্তি করা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর অভিযোগ পত্র প্রধান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

- বিজ্ঞাপন -

অভিযোগ পত্রে বলা হয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাতাব লিমন, মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করে তার ব্যবহৃত ফেসবুক আইডি (Mahatab Limon) থেকে একটি পোস্ট শেয়ার করে এবং বোটানি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মমিনুল হাসান রিজভী, তার ব্যবহৃত ফেসবুক আইডি (Momenul Hasan Rizvi) থেকে একটি পোস্ট শেয়ার করে, যেখানে ক্যাপশনে মুক্তিযোদ্ধা প্রজন্মকে অশালীন ভাষায় কটূক্তি করে ।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহতাব লিমন তার ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধকে ‘গণ্ডগোলের সময়’ উল্লেখ করে পোস্ট করেছে; যা মহান মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করেছে।

তিনি সেই পোস্টে লিখেছেন, ‘গণ্ডগোলের সময় আমার দাদীর পালন করা দুইটি খাসি মিলিটারিরা বারবিকিউ করে খাইছিলো। এটার ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি ০.১% কোটা বরাদ্ধ দেয়া যায় না?’

অন্যদিকে, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মমিনুল হাসান রিজভী Dcian Freaks নামের একটি ফেসবুক পেইজের পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘সাহসী বীর মানুষদের বোকা ১৪ ২য় বংশধর।’

আবার, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানিম ফারহানের শেয়ার করা একটি পোস্টে তার বীর মুক্তিযোদ্ধা বাবা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি করে এবং তানিম ফারহানকে হুমকি ধামকি দেয়। যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপরে উল্লেখিত মাহাতাব লিমন ও মমিনুল হাসান রিজভীকে স্থায়ীভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এই বিষয়ে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল হাফিজ অন্তর বলেন, আমরা লক্ষ্ করছি সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। কোটা বাতিল নাকি সংস্কার সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই দেশে বাকস্বাধীনতা আছে, সবাই নিজেদের দাবি জানাতে পারে, কথা বলতে পারে। আমাদের বাপ-দাদারা মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাকস্বাধীনতা এনে দিয়েছে৷ আর সেই বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এসব শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেই সাথে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি করছি।

সাধারণ সম্পাদক তানিম ফারহান বলেন, এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়েই কটূক্তি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের যারা এমন কাজ করছে, তাদের বহিষ্কারের দাবিতে আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেবো। তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ওরা আমার কাছে অভিযোগ দিয়েছে।আমি অভিযোগ গ্রহণ করেছি।আমি একটা তদন্ত কমিটি গঠন করে দিবো। বিষয়টা একটু বিচার বিশ্লেষণ করে দেখার প্রয়োজন আছে। আজকেই তো অভিযোগ দিয়েছে। সবই অভিযোগ পত্রে লিখা আছে। আমরা এটার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবো।

মুক্তিযোদ্ধাদের অবমাননার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শিক্ষার্থীরা এসে স্মারকলিপি প্রদান করেছে। আমি শৃঙ্খলা কমিটিকে নির্দেশ দিয়ে রেখেছি। শৃঙ্খলা কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img