spot_img

টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে পাবিপ্রবির শিক্ষকরা

এসম্পর্কিত আরো পড়ুন

পাবিপ্রবি প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনেও কর্মবিরতি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা আজ এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। তারই অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

- বিজ্ঞাপন -

এসময় তারা বলেন, এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে শিক্ষকতা পেশায় আসতে মেধাবীরা আগ্রহ হারাবে । এসময় তারা বৈষম্যমূলক ও মর্যাদাহীন এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানায়।

তারা আরো বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বিচক্ষণতার সঙ্গে আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা মনে করি, একদল কুচক্রী মহল সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরত্ব সৃষ্টির জন্য এমন হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত, স্বায়ত্তশাসিত পেনশন ‘প্রত্যয়’ স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img