spot_img

আর্থিক প্রতারণার বিষয়ে ফেলোদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফেলোশিপ পাওয়া গবেষকদের প্রতারকচক্র থেকে আর্থিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেলোদের সতর্কবার্তা দিয়েছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপ পাওয়া গবেষকদের সম্মানি দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক। এটি সংঘবদ্ধ কোনো প্রতারকচক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেলোদের সম্মানি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে।

এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img