spot_img

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক আসলাম

এসম্পর্কিত আরো পড়ুন

চুয়েট প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

- বিজ্ঞাপন -

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি তানবির আহমদ চৌধুরী ফাহিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন The Business Standard এর চুয়েট প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান আসলাম।

বৃহস্পতিবার চুয়েটের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং উপ-পরিচালক অধ্যাপক ড. মো. ইসলাম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও বিশ্ববাসীর সামনে চুয়েটকে তুলে ধরতে ভূমিকা রাখছে। টিএসসি, ইনকিউবেটর সহ যাবতীয় উন্নয়নের বিষয়গুলো তারা বরাবরই তাদের লেখনীতে তুলে ধরে। এছাড়াও, বিভিন্ন সময় এ সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। আশা করি, ভবিষ্যতেও তারা তাদের কাজের এমন ধারা অব্যাহত রাখবে।

নবগঠিত কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে চুয়েট সাংবাদিক সমিতি কাজ করে আসছে। চুয়েটের ভালো খবরগুলোর পাশাপাশি বিভিন্ন গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা চুয়েটের কল্যাণে অবদান রাখছি। আশা রাখছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিকাল সাড়ে ৫টায় সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক কালবেলা প্রতিনিধি জেরিন সুলতানা ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আসহাব লাবিব , দপ্তর সম্পাদক The Bangladesh Today প্রতিনিধি ইপসিতা জাহান সুমা, অর্থ সম্পাদক সময়ের আলো প্রতিনিধি সাইকা শুহাদা, তথ্য ও প্রচার সম্পাদক The Daily Messenger প্রতিনিধি মোহাম্মদ ইয়াসির আফনান।

এছাড়া কার্যকরী সদস্য এডুকেশন টাইমসের প্রতিনিধি মো.ফাহিম রেজা, নয়া শতাব্দী প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আসাদুল্লাহ গালিব, চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি নাফিসা নাওয়ার।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img