spot_img

বাজেট ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটি।

শুক্রবার (৫ জুলাই) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল, ‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে।’

- বিজ্ঞাপন -

ছায়া সংসদ বিতর্কে সভাপতিত্ব এবং স্পীকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি বিতর্কে বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন নিদ্রা আক্তার, সুস্মিতা বণিক, কিশোয়ার আনজুম সাম্য, রোকসানা আক্তার মিতু এবং মো: জাহিদ হাসান।

বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এবারের বাজেটে বাংলাদেশ সরকার বেশ কিছু চ্যালেঞ্জ হাতে নিয়েছে যার জন্য দরকার সঠিক পরিকল্পনা এবং দক্ষ জনবল। মুদ্রাস্ফীতি কমাতে চাইলে দরকার টাকা পাচার রোধ, দুর্নীতি দমন ও রাজস্ব আদায়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চাইলে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাধারণ জনগণ বাজেট হলে দেখে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলো নাকি বাড়লো। তারা চায় তিন বেলা ঠিক ভাবে খেতে, তাদের সন্তানদের সুস্থ চিকিৎসা এবং শিক্ষা দিতে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে এত বেশি দুর্নীতি বেড়েছে যে সাধারণ মানুষ তার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও হিমসিম খাচ্ছে। এ সমস্যা থেকে বের হতে হলে সরকারকে আরও বেশি শক্ত আইন এবং তার যথাযথ প্রয়োগ করতে হবে।

উল্লেখ্য, ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকগণ বাজেট নিয়ে তাদের বিভিন্ন ভাবনার কথা তুলে ধরেন যা পরবর্তীতে এটিএন বাংলা টেলিভিশন এ সম্প্রচার করা হবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img