এডুকেশন টাইমস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জীব এবং ভূবিজ্ঞান অনুষদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা।
আগামী রবিবার (৭ জুলাই) থেকে ক্লাস শুরু হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২তম ব্যাচ কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নিবে না।
আদালতের রায়ে কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছে।
এসআই/