এডুকেশন টাইমস ডেস্ক:
বৈষম্যমূলক কোটা বাতিল ও ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির বাস্তবায়নে রোববার (৭ জুলাই) দুপুর আড়াইটার পর থেকেই ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাবি ক্যাম্পাসে অবস্থান নেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ এলাকার আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ঢাবির অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চাংখারপুলে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড়ে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তায় অবস্থান নিয়েছেন।
এছাড়াও ঢাবি শিক্ষার্থীদের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন।
ইএইচ/
মন্তব্য করুন