কুবি প্রতিনিধি :
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে ফের আন্দোলনে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল। যানচলাচল বন্ধ থাকায় ফাকা রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলায় মেতেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (৭ জুলাই) দুপুর ৪ টায় অবরোধ চলাকালে শিক্ষার্থীরা এই খেলায় অংশ নেয়।
আইন বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসাইন বলেন , ‘আমাদের এই সময়টায় পড়ার টেবিলে বা খেলার মাঠে থাকার কথা ছিলো কিন্তু বর্তমানে কোটার এই সিস্টেমের জন্য আমাদের মহাসড়কে এসে আন্দোলন করতে হচ্ছে। আমাদের দেশের এই বৈষম্য বাতিল করার জন্য আমরা রাজপথে নেমেছি। রাজপথে আমাদের এই ক্রিকেট-ফুটবল খেলার জায়গা না কিন্তু আমরা এটাই বুঝাতে চাচ্ছি আমরা এই আন্দোলন যতদিন না শেষ করতে পারবো ততদিন চালিয়ে যাবো।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির সংস্কার হচ্ছে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা প্রতিবাদ স্বরূপ মহাসড়কে ফুটবল-ক্রিকেট খেলছি।’
ইএইচ/
মন্তব্য করুন