spot_img

কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে খুবির ‘থট বিহাইন্ড দ্যা কেইউ’

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি:

কোটা বাতিলের দাবিতে টানা ৫ম দিনের মতো আজ সোমবার (৭জুলাই) খুলনার সাচিবুনিয়া বিশ্বরোডে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম থটস বিহাইন্ড দ্য কেইউ (টিবিটি) এর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

- বিজ্ঞাপন -

এ প্রসঙ্গে টিবিটির চিফ অপারেটিং ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই থটস বিহাইন্ড দ্য কেইউ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তাভাবনা প্রচার করে আসছে। এছাড়া শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে সব সময় পাশে আছে। এরই ধারাবাহিকতায় আমরা কোটা বিরোধী আন্দোলনে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের পাশে আছি। আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি পান করানো আমাদের কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানানোরই একটা অংশ।

প্লাটফর্মটির এক্সিকিউটিভ ডিরেক্টর দুর্জয় সাহা বলেন, সারাদেশব্যাপী সময়োপযোগী এই কোটা বিরোধী আন্দোলন সারাদেশের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অব্যাহত রেখেছে। আর তাদের এই যোগ্য দাবি আদায়ে সর্বোত্তম পাশে থাকার চেষ্টা করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনলাইন ভিত্তিক প্লাটফর্ম Thoughts behind the KU। এরই ধারাবাহিকতায় আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য ব্যবস্থা করা হয় সুপেয় পানির। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে আমরা Thoughts behind the KU সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি।

হেড অফ ফাইন্যান্স তূর্য সাহা বলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সময়োপযোগী এই ন্যায্য দাবি আদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এসেছে Thoughts Behind the KU। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে আমাদের এই অনলাইন প্লাটফর্মটি। আশা করি, সন্তোষজনক ফল লাভের আশায় শিক্ষার্থীদের এই আন্দোলন ফলপ্রসু হবে।

উল্লেখ্য, থটস বিহাইন্ড দ্য কেইউ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত জনপ্রিয় অনলাইন ভিত্তিক প্লাটফর্ম।

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img