spot_img

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চবি কর্মকর্তা-কর্মচারি পরিষদের কর্মবিরতি

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি:

সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মিছিল ও কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মবিরতি পালন করে। তারপর বারোটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে কর্মকর্তা – কর্মচারী পরিষদের নেতারা।

এ সময় মিছিলে ‘ প্রত্যয় স্কিম মানি না, মানব না, আমাদের দাবি মানতে হবে মানতে হবে ‘ স্লোগান দিতে দেখা যায়।

গত ১৩ মার্চ বাংলাদেশ সরকার সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিতে যোগ দেবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রত্যাহার, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রণীতব্য প্রহসনমূলক নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা – কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

চবি কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, আমলা নামের কামলারা আমাদের রাজপথে নামিয়েছে। আমরা চাই কর্মক্ষেত্রে ফিরে যেতে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোন সমাধান পাইনি। বিশ্ববিদ্যালয়ে সেশনজট কতটা ভয়াবহ তা আমি জানি। কারণ এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি। তাই শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরিয়ে নিতে আপনারা আমাদের দাবি মেনে নিন।

কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্য শুক্কর আলী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর আমাদেরকে পারিবারিক পেনশনে এনেছিলেন। কিন্তু বর্তমানে একটা কুচক্রী মহল আমাদের এ অধিকার খর্ব করেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত রয়েছে। তাই আপনি আমাদের এ দাবি মেনে নিন।

 

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img