পাবিপ্রবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শহিদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্বে মাহাতাব টাওয়ার ও পশ্চিমে ক্যালিকো কটন মিল পর্যন্ত পদযাত্রা করেন।
এসময় সাধারণ শিক্ষার্থীরা,”বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? কোটা কোটা’, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’ সহ কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন”।
পদযাত্রা শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।এ সময় শিক্ষার্থীরা বলেন,” চাকরি ব্যবস্থায় কোনো বৈষম্য আমরা চাই না। আমরা এ বৈষম্যমূলক কোটা প্রথা মেনে নেবো না।”
তারা আরো বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের কোটা কোনো ক্রমেই গ্রহনযোগ্য নয়। কোটা থাকতে পারে শুধু প্রতিবন্ধী ও পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য।
এসময় তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু না হটার কথা বলেন।
আরএন/