spot_img

চবিতে কোটা আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি, থানায় জিডি

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা বিরোধী আন্দোলনের এক সমন্বয়ককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে । হুমকি পেয়ে তিনি হাটহাজারী মডেল থানায় একটি জিডি করেছেন।

হুমকিপ্রাপ্ত সমন্বয়কের নাম তালাত মাহমুদ রাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আন্দোলনের শুরু থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।

- বিজ্ঞাপন -

সোমবার (৮ জুলাই) রাতে হাটহাজারী মডেল থানায় তিনি একটি জিডি করেন। এর আগের দিন রাত সাড়ে ১০টার দিকে রাফির বাবার মোবাইলফোনে হুমকি দেওয়া হয়। হুমকিদাতা বলেছেন, ‘আপনার ছেলে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে তাঁর লাশ পাবেন।’

জিডিতে উল্লেখ করা হয়েছে, আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ, নাট্যকলা বিভাগে অধ্যয়নরত আছি এবং বর্তমানে চলমান কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আমি আশংকা প্রকাশ করিতেছি যে আমি উক্ত আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে অজ্ঞাতনামা ব্যক্তি আমার ক্ষতিসাধন করিতে পারে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরীভুক্ত করিয়া রাখার প্রার্থনা করিলাম।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী রাফি বলেন, রোববার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে আমার আব্বুর নম্বরে ফোন দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার বাবাকে ওই ব্যক্তি বলে, আপনার ছেলেকে যদি কোটা আন্দোলন থেকে সরে যেতে না বলেন তাহলে হয়তো আপনার ছেলেকে আর পাবেন না, তার লাশটা পাবেন। দেখা যাবে যে কোথাও না কোথাও মেরে ফেলে রাখা হয়েছে। পরে লাশটা অ্যাম্বুলেন্সে করে পাঠানো হবে। এ ঘটনার প্রেক্ষিতে থানায় আমি একটা সাধারণ ডায়েরি করেছি।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img