spot_img

কোটা সংস্কারের দাবিতে খুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন ও সড়ক অবরোধ

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (বিজয় তোরণ) সামনের সড়ক অবরোধ করে মোমবাতি প্রজ্বলন করেছেন তারা। এর আগে হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক পার হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবস্থান করেন।

- বিজ্ঞাপন -

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

উল্লেখ্য, ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন

এর আগে রবিবার (৮ জুলাই) কোটা পুনর্বহালের প্রতিবাদে সাচিবুনিয়া বিশ্বরোড এলাকা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ ও মিছিল করেন শিক্ষার্থীরা।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img