spot_img

ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাবি শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি:

কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে তারা।

- বিজ্ঞাপন -

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’,  ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ স্লোগান দিতে থাকেন।

ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজন আলী বলেন, আজ আমরা আমাদের এক দফা এক দাবি আদায়ের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে মহাসড়ক অবরোধ করছি। আমরা আদালতকে পর্যবেক্ষণে রেখেছি। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ অবরোধ কর্মসূচি চলবে।

এর আগে গতকাল ৯ জুলাই শিক্ষার্থীরা সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে দিন ব্যাপী অবরোধ ঘোষণা করেন।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img