spot_img

কোটা স্থগিত রায়ের পরেও ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবস্থান

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এতে ২০১৮ সালের পরিপত্র আবারও বহাল রাখা হলো। এই রায়ের পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক ছাড়েননি৷ তাঁরা চান পিছিয়ে পড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধাদের মিলিয়ে ৫ শতাংশ যৌক্তিক কোটা বহাল থাকুক।

বুধবার (১০ জুলাই) শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ চলাকালে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে  জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল এই ঘোষণা দেন।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, এই রায়ের দুই মাস পর আবার যদি কেউ রিট করেন তাহলে আবার কোটা ফিরে আসতে পারে। এতে শিক্ষার্থীরা আবারও ভোগান্তিতে পড়বেন। আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসরুমে থাকুক, পড়াশোনার মনোযোগ দিক। সে ব্যবস্থা করতেই যৌক্তিক কোটা সংস্কার জরুরি।

এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img