শাবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ‘বাংলা ব্লকেড’ অবরোধ করে রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। তীব্র বৃষ্টিতেও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি থেকে সরে যাননি আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে রোগি বহনকারী গাড়ি ও পরীক্ষার্থীদের নির্বঘ্নে যাতায়াতের জন্য সহযোগীতা করছে আন্দোলনকারীরা। তবে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শাবিপ্রবির মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ রোড ব্লক করে চলে শিক্ষার্থীদের এই কর্মসুচি। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সাথে একাত্নতা পোষন করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারেনা। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেুতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোগিবহনকারী গাড়ি ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগীতা করছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকারী চাকুরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
এসআই/