spot_img

কোটা বাতিলের পরিবর্তে সংস্কার চায় চবি শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিবর্তে সংস্কার চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করা এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এই সংস্কারের এক দফা দাবি আদায়ে সারাদেশের সাথে মিলিয়ে চট্টগ্রামে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

- বিজ্ঞাপন -

বুধবার (১০ জুলাই ) বেলা সাড়ে এগারোটা থেকে নগরীর দেওয়ানহাট এলাকায় দুই ভাগে ভাগ হয়ে রেললাইন ও সড়কপথ অবরোধ করে শিক্ষার্থীরা।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রওনা দেন। ১১ টা ৩৩ মিনিটে দেওয়ানহাট এলাকায় ট্রেন থামিয়ে তারা আন্দোলন শুরু করেন।

এসময় শিক্ষার্থীদের “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে”, “মেধা না কোটা? মেধা- মেধা”, “মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে, কোটা নট কাম ব্যাক ” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, আমরা ৫৬% কোটার বিরুদ্ধে আন্দোলন করছি।আমাদের একটাই দাবি সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা নিরসনের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে। এক্ষেত্রে অনগ্রসর ও সুবিধা বঞ্চিত গোষ্ঠীকে সুযোগ দিতে হবে। তবে তা ৫% এর বেশি না।

আন্দোলনের আরেক সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তালাত মাহমুদ রাফি বলেন, আমরা চাই সকল বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাসের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। কিন্তু তা ৫% এর বেশি হতে পারবে না।

এর আগে, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ও বাংলা ব্লকেড কর্মসূচি পালন করলেও, সোমবার (৮ জুলাই) কেন্দ্র ঘোষিত এক দফা দাবি কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img