spot_img

কোটা সংস্কারের দাবিতে সার্সটেক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি:

চলমান কোটা আন্দোলনে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আজ বুধবার (১০ জুলাই) দুপুরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ছাত্র-ছাত্রী এই আপোষহীন এক দফা আন্দোলনের শরীক হয়।

- বিজ্ঞাপন -

শিক্ষার্থীরা বরিশালের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের সাথে একাত্মতা প্রকাশ করে নথুল্লাবাদ-এ ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মতে, কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। তবে ক্ষেত্রবিশেষে কোথায় কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসেব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা অতীব প্রয়োজন। সাধারণ জনগণের জন্য ৪৫% রেখে বাকি ৫৫% কোটা বরাদ্দ করা কোনোভাবেই যৌক্তিক নয়।

এসময় ৯ম ব্যাচের শিক্ষার্থী মোর্শেদ বলেন, “সরকারি চাকরি সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোঠা সংস্কার এর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর শিক্ষার্থীরা। আমরা কোঠা একবারে নিরসন চাইনা।আমরা কোঠা সংস্কার চাই।”

১১তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপজয় চক্রবর্তী বলেন,
“আমাদের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগে বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে, ১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।”

১১ তম ব্যাচের আরেকজন শিক্ষার্থী আমির খসরু বলেন , “১৯৭১ সাথে আমরা পাকিস্তানের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। ৩০ লক্ষ্য শহীদ সহ সকল বাঙালির সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছি। আজকের সেই স্বাধীন দেশের কোটার নামে বৈষম্য অযৌক্তিক।  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের দাবি ,আমরা শিক্ষার্থীরা কোটা সংস্কার  পূর্বক শেখ মুজিবের বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ চাই।”

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img