শাবিপ্রবি প্রতিনিধি:
পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সরকারী চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সিলেট-সুনামগঞ্জ মাহসড়কে যেন কোন আন্দোলনকারী শিক্ষার্থী অবস্থান নিতে না পারে সেজন্য পুলিশ ও স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম (সোয়াট) এর সদস্যরা বিকাল ৩টা থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।
এদিকে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। গোল চত্বর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে যায় বিকাল ৪টায়। সেখানে গিয়েই পুলিশের বাঁধার সম্মুখিন হয় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা পিছপা না হয়ে পুলিশের সাথে দস্তাদস্তি করে রাস্তা দখলে নেয়। এরপর প্রায় ১ঘন্টা রাস্তায় অবস্থান নেওয়ার পর বিকাল ৫টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমারা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই আন্দোলন আমাদের না; এই আন্দোলন দেশের সকল জনগনের। আমাদের এই আন্দোলনের সাথে দেশের প্রত্যেকটা মানুষ একাত্মতা পোষন করেছে।”
তিনি আরো বলেন, “আজকে আমাদের এই কর্মসূচিতে পুলিশের বাঁধা দেওয়ার কারণে আমাদের একজন ভাই আহত হয়েছে। কিন্তু আমরা চাইলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারতাম । কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমাদের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
এএকে /