spot_img

গবেষণা প্রস্তাবনা আহ্বান করছে ব্র্যাক ইউনিভার্সিটি

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক:

‘ভাষার রূপান্তর: ঔপনিবেশিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের জন্য গবেষণাপত্র আহ্বান করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস। 

- বিজ্ঞাপন -

১৫ জুলাইয়ের মধ্যে আগ্রহী গবেষকদের ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গবেষণা প্রস্তাবনা জমা দিতে হবে। এরপর ২৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সটি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঔপনিবেশিক প্রক্রিয়ায় ভাষা শিক্ষার পরিবর্তনসমূহ পর্যালোচনা করে সেই পরিবর্তনগুলো কীভাবে বৈশ্বিকভাবে শিক্ষাদানের পদ্ধতিকে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা করাই কনফারেন্সের মূল উদ্দেশ্য।

বহুভাষিক শিক্ষা, ভাষানীতি, ভাষাগত বৈচিত্র্য এবং ঔপনিবেশিক শিক্ষা এবং ভাষা শিক্ষার সম্ভাবনা ও জটিলতা বিশ্লেষণ কনফারেন্সের আলোচ্য বিষয় থাকবে। একইসাথে গবেষক, শিক্ষাবিদ এবং অন্যান্য পেশাজীবীদের একত্রিত করে তাদের গবেষণা, ধারণা এবং বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ঔপনিবেশিক প্রেক্ষাপটের প্রভাব বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই সম্মেলেনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা অংশ নেবেন।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img