কুবি প্রতিনিধি:
বাংলাদেশের শিল্প খাতের মহীরূহ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চতুর্থ প্রয়াণ দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্বজন সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বজন সমাবেশের সদস্যবৃন্দ।
শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আলোচনা অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কিফায়াত উল হক বলেন, ” যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম এর মত সাহসী শিল্প উদ্যোক্তা আছে বলে বাংলাদেশ শিল্পে এগিয়ে গেছে। উনার হাত ধরে যমুনা গ্রুপ বাংলাদেশের শিল্পখাতে নেতৃত্ব দিচ্ছে। আজ তাঁর চতুর্থ প্রয়াণ দিবসে আত্মার মাগফিরাত কামনা করছি।”
স্বজন সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাহসিন বলেন, ” যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম যুগের সাহসী শিল্প উদ্যোক্তাদের একজন। বাংলাদেশের অর্থনীতিতে যমুনা গ্রুপ নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের শিল্পখাতে নুরুল ইসলাম একজন মহীরুহ।”
স্বজন সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক(২) জয় রায় বলেন, ” যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের শিল্পখাতে যিনি জোয়ার এনেছেন এবং পরিশ্রমী সফল উদ্যোক্তা নুরুল ইসলামের চতুর্থ প্রয়াণ দিবস আজ। যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যুগান্তর পত্রিকার মতো অসংখ্য জনপ্রিয় প্রতিষ্ঠান তার নিজের হাতে গড়া। এদেশে যতদিন যমুনা গ্রুপ থাকবে ততদিন তিনি সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তার আত্মার মাগফিরাত কামনা করি।”
উল্লেখ্য, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল ১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ব্যবসায়ী এবং বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশে শিল্পোদ্যোক্তা হিসেবে ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ বাংলাদেশের শিল্পখাতে নেতৃত্ব দিচ্ছে। নুরুল ইসলাম ১৩ জুলাই ২০২০ সালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এএকে /
মন্তব্য করুন