spot_img

কুবি গবেষণা সংসদের নতুন কমিটি ঘোষণা

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গবেষণা সংসদ ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে আছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইমরুল এহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম চৌধুরী।

- বিজ্ঞাপন -

শনিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুবি গবেষণা সংসদের মডারেটর ড. জান্নাতুল ফেরদৌস এর স্বাক্ষরিত অনুমোদন পত্র প্রকাশের মাধ্যমে ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে সংগঠনটি।

এছাড়াও কুবি গবেষণা সংসদের সহ সভাপতি হিসেবে আছেন জান্নাতুল মাওয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিন মাহতাব মাহিন ও খান মোহাম্মদ সালেহ্। অন্যান্য সদস্যরা হলেন,অফিস এবং কার্য ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মারজিয়া রহমান তান্নি,ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো: সৌরভ অর্থ সম্পাদক আনিকা তাবাসসুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চৈতি দত্ত, প্রকল্প পরিচলন সম্পাদক ফাদিয়া মোশারত, লজিস্টিক সম্পাদক ফরহাদুল ইসলাম খান ফাহিম,গবেষণা ও কর্মজীবন উন্নয়ন সম্পাদক আব্দুর রহিম,তথ্য প্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন সম্পাদক এস এম আবু হুরাইরা, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তারিন সুমাইয়া, কর্পোরেট ব্যবস্থাপনা সম্পাদক মোঃ, রাকিবুল হাসান ও মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক একা তালুকদার।

কুবি গবেষণা সংসদের নব-নির্বাচিত সভাপতি ইমরুল এহসান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে উদ্ভুদ্ধ করার লক্ষ্যকে সামনে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির যাত্রা শুরু করেছিলো। এ সোসাইটির শুরু থেকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। প্রথম কার্যকরী কমিটিতে অফিস এ্যান্ড অপারেশনস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এ কমিটিতে প্রেসিডেন্ট হিসবে দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত আমি।
এ কমিটির দায়িত্বকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা বান্ধব একটা প্ল্যাটফর্ম তৈরী করে দিয়ে যেতে চাই।
সংগঠন এর সাথে যুক্ত সাধারণ মেম্বারদের জন্য ওয়ার্কশপ ট্রেনিং সহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে চাই।”

উল্লেখ্য বাংলাদেশ গবেষণা সংসদের শাখা হিসেবে কুবি গবেষণা সংসদ ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম অব্যহত রেখেছে।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img