spot_img

স্মারকলি‌পি জমা দি‌তে গণপদযাত্রায় বাকৃ‌বি

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:

সরকা‌রি চাক‌রির সকল গ্রেডে (৯ম-২০তম) ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে।

- বিজ্ঞাপন -

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় এই কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে।
এর আ‌গে শিক্ষার্থীরা নিজ নিজ হল থে‌কে পা‌য়ে হে‌টে‌ মুক্তম‌ঞ্চে এ‌সে জমা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কোটা সংস্কারের দাবিতে জোরালো আওয়াজ তোলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে গিয়ে স্লোগান দেন তারা।

এসময় আ‌ন্দোলনকারীরা কোটা না মেধা মেধা, হামলা ক‌রে আ‌ন্দোলন বন্ধ করা যা‌বে না, পু‌লিশ দি‌য়ে আ‌ন্দোলন বন্ধ করা যা‌বে না ,কু‌মিল্লায় হামলা কেন জবাব চাই, জবাব চাই, কোটা প্রথার কবর দে, সারা বাংলায় খবর দে, আমার ভাই‌য়ের ভয় নাই রাজপথ ছা‌ড়ি নাই, বীর পুরুষ না কাপুরুষ বীর পুরুষ বীর পুরুষ, দফা এক দা‌বি এক কোটা নট কাম বেক,জে‌গে‌ছে‌ রে জে‌গে‌ছে ছাত্র সমাজ জে‌গে‌ছে, শা‌ড়ি না চু‌ড়ি, চু‌ড়ি চু‌ড়ি প্রভৃ‌তি স্লোগান‌ দি‌তে থা‌কেন।

গণপদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদী হাসান তানজিল বলেন, আমরা চাই চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ হোক। কোটার কারণে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।

আরেক শিক্ষার্থী  বলেন, সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা উল্লেখ আছে, কিন্তু তা ন্যূনতম মাত্রায় রাখা উচিত। আমরা এই দাবি জানাচ্ছি যেন, সংসদে দ্রুত আইন পাশ করে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংশোধন করা হয়।

শিক্ষার্থীরা দাবি করেন, কোটা পদ্ধতির সংস্কার হলে মেধাবীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img