spot_img

বঙ্গভবন অভিমুখে অবস্থান শিক্ষার্থীদের, দফায় দফায় পুলিশের বাঁধা

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি হিসেবে বঙ্গভবন উদ্দেশে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তারা। শাহবাগ থেকে মৎস্য ভবন এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত এ তাদের এ গণ পদযাত্রা চলবে জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -

কিন্তু পরবর্তীতে শিক্ষা চত্বরের সামনে এবং গুলিস্তান জিপিও মোড়ে পুলিশের বাঁধার সম্মুখীন হয়।এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়।কিন্তু কিছুদূর যাওয়ার পরে আবারো বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন গুলিস্তান শপিং কমপ্লেক্সেের সামনে বাঁধা দেয় পুলিশ।পরবর্তীতে আন্দোলনকারীরা সেখানেই সড়কে অবস্থান করে এবং প্রতিনিধি দল স্মারকলিপি দিতে বঙ্গভবনে যায়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁঠালতলার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পথযাত্রা শুরু করে। পথযাত্রাটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাঁতীবাজর পার হয়ে গোলাপশাহ মাজার(গুলিস্তান) হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে দুপুর ১২টায় মিলিত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে বঙ্গভবনের অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য রওয়ানা দেয়।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img