spot_img

জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যবিপ্রবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান যবিপ্রবি প্রতিনিধি:

এসম্পর্কিত আরো পড়ুন

যবিপ্রবি প্রতিনিধি:

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫% কোটা ) এনে সংসদে আইন পাস করার জন্য পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিতে পদযাত্রা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় যশোর জেলার পৌর পার্ক থেকে গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে যবিপ্রবির শিক্ষার্থীরা জানান, “আজ আমরা নিয়মতান্ত্রিকভাবে এই বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এখন তারা যতো দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিবেন তত তাড়াতাড়ি আমরা আবার ক্লাস রুমে ফিরে যাবো। নতুবা আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

এসময় এই পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো। কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচী চালিয়ে যাবো। এটা হাজার ছাত্রের প্রাণের দাবী।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img