বেরোবি প্রতিনিধি:
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এ দিকে, নারীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে তালা ভেঙে নারী শিক্ষার্থীরাও যোগ দেন এ মিছিলে।
রবিবার (১৪ জুলাই) রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটক সংলগ্ন দেবদারু সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে একে একে জড়ো হতে থাকেন তারা। এ সময় ‘চাইলাম অধিকার, হইলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে/রাজাকার, রাজাকার’ প্রভৃতি স্লোগানে কেঁপে ওঠে পুরো বেরোবি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকা। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাস ও পার্কের মোড় প্রদক্ষিণ করে খামার মোড়ের উদ্দেশে রওনা হয়।
এ প্রসঙ্গে আন্দোলনরত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে বক্তব্য দিয়েছেন তা কোটা আন্দোলনকারীদের জন্য মর্যাদাহানিকর। তিনি মুক্তিযোদ্ধাদের সন্তান ব্যতীত অন্যদের পরোক্ষভাবে রাজাকারের সন্তান বলে অভিহিত করেছেন। কিন্তু আমরা কীভাবে রাজাকার বা রাজাকারের সন্তান হই?
প্রসঙ্গত, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতি-নাতনিরা কোটা পাবে? এরপর থেকেই ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।
এএকে /