spot_img

চবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও ককটেল বিস্ফোরণ

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর বক্তব্যর প্রতিবাদে চবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা স্লোগান দেয়ায় তাদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এসময় দুইটি ককটেল বিস্ফোরণ ও হয়েছে বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

গতকাল রোববার (১৪ জুলাই) রাত এগারোটার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপারে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যর প্রতিবাদে রাত এগারোটায় জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে শিক্ষার্থীরা। এসময় “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার”, “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার” স্লোগান দেয় তারা।  রাত ১১ মিনিটে বিক্ষোভরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় পেছন থেকে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সুমন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ।

আন্দোলনকারীরা জানায়, আমরা জিরো পয়েন্ট থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। এমম সময় পেছন থেকে “কে রে রাজাকার?” বলে ছাত্রলীগ কর্মীরা লাঠি ও বাশ দিয়ে অতর্কিত হামলা করে। এসময় পেছনের দিকে ককটেল বিস্ফোরণের শব্দও শুনতে পায় বলে জানায় আন্দোলনকারীরা।

আন্দোলনের সমন্বয়ক দর্শন বিভাগের চতুর্থ শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘ আমরা মিছিল করাকালীন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। কারা করেছে তা জানি না। আমাদের ২ জন শিক্ষার্থী আহত হয়। একজন মেয়েও আছেন। এছাড়া আমাদের উপর ককটেল ও বিস্ফোরণ করা হয়। ‘

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া বলেন, ‘ ঘটনার পরে আমি এসছি। তবে শুনেছি তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিল। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে আমি রাজাকার রাজাকার স্লোগান দেওয়া কখনো কাম্য নয়। ‘

এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো করে ফিরে যায়।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img