জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
আত্মহত্যা চেষ্টার পূর্বে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আম্মান সিদ্দিকীর সহযোগী উল্লেখ করে এ ঘটনার জন্য দায়ী করেন তিনি।
এই ঘটনার সংবাদ পাওয়ার পরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে জবি ক্যাম্পাস।
ফাইরুজের আত্মার জন্য অভিযুক্ত সহপাঠী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিচার দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসআই/
মন্তব্য করুন