এডুকেশন টাইমস
১৫ মার্চ ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবি ছাত্রী অবন্তীকা শেষ পোস্টে যা লিখে গেলেন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রী ফাইরুজ অবন্তিকা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা।

আত্মহত্যার আগে নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দেন তিনি। সেখানে আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের উপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করে ও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানান ভাবে ভয় দেখায় আম্মানের হয়ে যে আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার।’

সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিষয়ে তিনি লিখেন, ‘আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না। কারণ দ্বীন ইসলামের অনেক চামচা ওর পাশে গিয়ে দাঁড়াবে। এই লোককে আমি চিনতাম ও না। আম্মান আমাকে সেক্সুয়ালি এবিউজিভ কমেন্ট করায় আমি তার প্রতিবাদ করলে আমাকে দেখে নেয়ার জন্য দ্বীন ইসলামের শরণাপন্ন করায়। আর দ্বীন ইসলাম আমাকে তখন প্রক্টর অফিসে একা ডেকে নারীজাতীয় গালিগালাজ করে। সেটা অনেক আগের ঘটনা হলেও সে এখনো আমাকে নানাভাবে মানহানি করতেসে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা বলে। আর এই লোক কুমিল্লার হয়ে কুমিল্লার ছাত্র কল্যাণের তার ছেলেমেয়ের বয়সী স্টুডেন্ট দের মাঝে কী পরিমাণ প্যাঁচ ইচ্ছা করে লাগায় সেটা কুমিল্লার কারো সৎসাহস থাকলে সে স্বীকার করবে।’

তিনি আরও লিখেন, ‘আফসোস এই লোক নাকি ঢাবির খুব প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলো। একবার জেল খেটেও সে এখন জগন্নাথের প্রক্টর। সো ওর পলিটিকাল আর নষ্টামির হাত অনেক লম্বা না হলেও এতো কুকীর্তির পরও এভাবে বহাল তবিয়তো থাকে না এমন পোস্টে। কোথায় এই লোকের কাজ ছিল গার্ডিয়ান হওয়া আর সো কিনা শেষমেশ আমার জীবনটারেই শেষ না হওয়া পর্যন্ত মুক্তি দিলো না।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের কাছে অভিযোগ জানিয়ে তিনি লিখেন, ‘আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আপনার কাছে বিচার চাইলাম। আর আমি ফাঁসি দিয়ে মরতেসি। আমার উপর দিয়ে কী গেলে আমার মতো নিজেকে এতো ভালোবাসে যে মানুষ সে মানুষ এমন কাজ করতে পারে। আমি জানি এটা কোনো সলিউশন না কিন্তু আমাকে বাঁচতে দিতেসে না বিশ্বাস করেন। আমি ফাইটার মানুষ। আমি বাঁচতে চাইসিলাম! আর পোস্ট মর্টেম করে আমার পরিবারকে ঝামেলায় ফেলবেন না। এমনিতেই বাবা এক বছর হয় নাই মারা গেছেন আমার মা একা। ওনাকে বিব্রত করবেন না। এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার। আর আম্মান নামক আমার ক্লাসমেট ইভটিজার টা আমাকে এটাই বলছিল যে আমার জীবনের এমন অবস্থা করবে যাতে আমি মরা ছাড়া কোনো গতি না পাই। তাও আমি ফাইট করার চেষ্টা করসি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে সহ্য ক্ষমতার।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০