spot_img

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 

এসম্পর্কিত আরো পড়ুন

বেরোবি প্রতিনিধি:

সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকার-রাজাকার’ স্লোগানের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। এই বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে যোগ দেয় রংপুর জেলা, মহানগর, ও কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ।

- বিজ্ঞাপন -

সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে প্রতিবাদী মিছিল বের করে বেরোবি শাখা ছাত্রলীগ।
এসময় বেরোবি শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহি হলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর পার্কমোড়ে পৌঁছালে তাদের সঙ্গে জেলা, মহানগর ও কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়।

এরপর তারা মডার্ন মোড় ও পার্কমোড়ে রাজাকারবিরোধী মিছিল ও স্লোগান দিতে থাকেন।
এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ, রাজাকার তুই গেলি কই’, ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাজাকার পড়লে ধরা, মাইর হবে উরাধুরা’, ‘একটা একটা রাজাকার ধর, ধৈরা ধৈরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা কটাক্ষ করেছে, রংপুরকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছে তাদের কার্যক্রমের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। কেউ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার দুঃসাহস দেখাবেন না।
এর আগে গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে এরই মাঝে মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। দিয়েছেন বিক্ষোভের ডাক। একই অবস্থা দেখা গিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও।
মধ্যরাতে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। এর কোনো সমাধান না দিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে তাচ্ছিল্য করেছেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (১৪জুলাই) রাত সাড়ে ১১টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহি হল থেকে ভেসে আসে স্লোগানের শব্দ। এ সময় একটি মিছিল বের করে রংপুরের মর্ডান মোড়, দর্শনা, লালবাগ হয়ে পার্ক মোড় হয়ে আবারও মর্ডান মোড়ে গিয়ে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাত ১২ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের তালা ভেঙে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন শতাধিক নারী শিক্ষার্থী। ১ নং গেটে ছেলেদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারাও। এ প্রতিবাদী মিছিলটি নগরের মডার্ন মোড়ে কিছুক্ষণ অবস্থান করে আবারও ক্যাম্পাসে এসে রাত দেড় টার দিকে শেষ করে তারা হলে ফিরে যান।
এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কীসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত ছিল ক্যাম্পাস।

উল্লেখ্য, চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতি-নাতনিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সব ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, দিনরাত খেয়ে না খেয়ে, কাদামাটি পেরিয়ে, ঝড়বৃষ্টি সব মোকাবিলা করে যুদ্ধ করে এ দেশে বিজয় এনে দিয়েছিল। বিজয় এনে দিয়েছিল বলেই তো আজ সবাই উচ্চপদে আসীন। আজ গলা বাড়িয়ে কথা বলতে পারছে। তা না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে থাকতে হতো।’

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img