spot_img

মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, সাংবাদিকসহ আহত অসংখ্য

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে ভয়াবহ হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় সাংবাদিকসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

এদিকে ছাত্রলীগের হামলার পরপরই শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় টিয়ারশেল ও গুলির আঘাতে সাংবাদিকসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার দিনগত রাত সোয়া ৩টায় পাওয়া তথ্যমতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীতে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, উপাচার্যের ভবন থেকে  আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হন। এসময় তারা উপাচার্য ভবন ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর চড়াও হন।

এক পর্যায়ে পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এসময় পুলিশের টিয়ারশেল ও গুলিতে আহত হন অন্তত চারজন সাংবাদিকসহ অসংখ্য শিক্ষার্থী।

আহত সাংবাদিকরা হলেন আব্দুর রহমান সারজিল, মেহেদী মামুন, মোসাদ্দেক। বাকি আহতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ছাত্রলীগ ও বহিরগতরা দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা করেছেন। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে তারা পিছু হটে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে কল দিয়েও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img