spot_img

হামলা করলে হামলাকারীদের সাথে ক্লাস বর্জনের হুশিয়ারি ববি শিক্ষার্থীদের

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করলে হামলাকারীকে অবাঞ্চিত ঘোষনা করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। একইসাথে ঐ শিক্ষার্থীকে ঐ ব্যাচ থেকে বহিষ্কার করার দাবি তুলবেন  বলে জানান শিক্ষার্থীরা। 

- বিজ্ঞাপন -

সোমবার (১৫ই জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ টির অধিক বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

ম্যানেজমেন্ট স্টাডিজ, লোকপ্রশাসন, ইংরেজি, মার্কেটিং, রসায়ন, আইন, উদ্ভিদবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা, ইতিহাস, পরিসংখ্যান, গণ যোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি এবং  সমাজবিজ্ঞান বিভাগ সহ আরো বেশ কয়েকটি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই সিধান্ত নেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীর লিখেন, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে বা তাদেরকে ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এমন সিদ্ধান্ত নেওয়ার কারন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী জানান, আমরা কোনো সন্ত্রাসীর সাথে একই শ্রেণীকক্ষে বসতে রাজি নই।

সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, আমাদের সহপাঠী কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে তাদের আমরা ব্যাচ থেকে বয়কটের সিধান্ত নিয়েছি। আমাদের কোনো সন্ত্রাসীদের সাথে ক্লাস করার মত রুচি নেই।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের  হামলার প্রতিবাদে সাড়ে তিন ঘন্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় শিক্ষার্থীদেরকে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img