spot_img

ঢাবিতে হকিস্টিক-রড নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকে হাতে হকিস্টিক, স্টাম্প, কাঠ, লাঠি, রড, জিআই পাইপ নিয়ে এসেছেন। অনেককেই হেলমেট পরিহিত দেখা গেছে।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় ছাত্রলীগের এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ৩টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

এর আগেই রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের সাউন্ড সিস্টেম বসিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগ আজকের কর্মসূচি নিয়ে জানিয়েছে ‘বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতা-কর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

কোটা সংস্কারের দাবিতে সোমবার (১৫ জুলাই) বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঢাবিসহ সব ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

গতকালের সহিংসতার পর আন্দোলনকারীদের কর্মসূচি প্রতিহত করতে ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ অবস্থার মধ্যে সংঘাতের শঙ্কা রয়েছে। একই সঙ্গে আতঙ্ক বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের নির্যাতন ও হামলার ঘটনায় আজ মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কথা থাকলেও সকাল থেকে রাজধানী বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img