spot_img

হামলা মামলা প্রতিবাদ, এক দফা দা‌বি এবং ট্রেন অব‌রো‌ধে উত্তাল বাকৃ‌বি

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃবি প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রেললাইনে অবস্থান নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

- বিজ্ঞাপন -

এসময় আ‌ন্দোলনকারীরা, আমার ভাই‌য়ের উপর হামলা কেন, জবাব চাই জবাব চাই, আ‌মি নও তু‌মি নও রাজাকার রাজাকার, চে‌য়ে‌ছিলাম অ‌ধিকার হ‌য়ে গেলাম রাজাকার, কোটা না মেধা মেধা, লা‌ঠি সোঠা টিয়ার গ‌্যাস জবাব দি‌বে বাংলা‌দেশ, ক‌্যাম্পা‌সে টুকাই কেন জবাব চাই,ইত‌্যা‌দি স্লোগান দি‌তে থ‌াকেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ বিক্ষোভ মিছিল শুরু হয়। তার আগে এখানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থী নিয়ে একটি সমাবেশ হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী বলেন, কেউ যদি ভেবে থাকেন যে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে তাহলে এটি একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের ভাই বোনেরা যেখানে রক্ত ঝড়াচ্ছেন সেখানে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না। আরও বেশি শক্তি সঞ্চয় করে আমরা এগিয়ে যাবো।

আরেক আন্দোলনকারী বলেন, গতকাল, কোটা সংস্কারের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ঢাবিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা যে ন্যাকারজনক ও পাশবিক হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি ও প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার ও অতিদ্রুত কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img