spot_img

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে খুলনায় বিক্ষোভ

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি:

মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এর শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দেলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই’,’আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’,’আমার ভাইয়ের রক্তে রাজপথ লাল কেন?, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি শ্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।

আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা যাব কোথায়?

উল্লেখ্য,ছাত্র রাজনীতিমুক্ত খুবি ক্যাম্পাসে গতকাল মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বাইরে ছাত্রলীগকে স্লোগান দিতে শোনা যায়। ছাত্রলীগের স্লোগান শোনা মাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের হল গুলো থেকে হাজার হাজার ছাত্র হাতে লাঠি নিয়ে বেরিয়ে এসে দেখে ছাত্রলীগ পালিয়ে গেছে।ছাত্রলীগের স্লোগানের প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিলিটি জিরো পয়েন্ট মোড় পর্যন্ত এগিয়ে যায়।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img