spot_img

শিক্ষার্থীদের আন্দোলনে খুবির ৭ শিক্ষকের একাত্মতা প্রকাশ 

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭ শিক্ষক আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এসময় শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অহিংস আন্দোলনে স্থির থাকার আহবান জানান।

- বিজ্ঞাপন -

১৬ জুলাই (মঙ্গলবার) দুপুর ২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।

একাত্মতা পোষণকারী শিক্ষকরা হলেন, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের আবুল বাশার এবং হাসান মাহমুদ।পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সালাউদ্দিন মিনা,শাওন বিশ্বাস, ইফাত-আল-করিম,পরিসংখ্যান ডিসিপ্লিনের আব্দুর রহমান স্যার। অর্থনীতি ডিসিপ্লিনের তরিকুল ইসলাম। আইন ডিসিপ্লিনের আসাদুজ্জামান।

মানববন্ধনে শিক্ষকরা দাবি পেশ করেন বলেন, দ্রুত সময়ে  শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে কোটা সংস্কার করা, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা করতে হবে। এছাড়া তারা আরও বলেন আর যদি কোথায় প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উপর হামলা হয় তাহলে ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হবে।

পরে তারা হাদি চত্বরে মানববন্ধন শেষ করে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলন পর্যবেক্ষণ করেন ও বক্তব্য প্রদান করেন।

 

আরএন/

 

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img