spot_img

মশাল মি‌ছিলে ধিক্কার ধিক্কার শ‌ব্দে প্রক‌ম্পিত বাকৃ‌বি, অবরুদ্ধ ট্রেন

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:

সারা‌দে‌শে কোটা আ‌ন্দোলনে নিহ‌তদের প্রতিবা‌দে রাষ্ট্রকে ধিক্কার জা‌নি‌য়ে মশাল মি‌ছিল ক‌রে‌ছে বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ববিদ‌্যাল‌য়ের (বাকৃ‌বি) আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১৬ জুলাই) রাত নয়টা ১৫ মি‌নি‌টে মশাল মি‌ছিল‌টি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আব্দুল জব্বা‌রের মোড় থে‌কে শুরু হয়। এরপর বিশ্ব‌দ্যিাল‌য়ের কামাল র‌জ্ঞিত মা‌র্কেট ঘু‌রে মুক্তম‌ঞ্চে এ‌সে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সারা দেশে বিভিন্ন জায়গায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন আন্দোলনকারীরা ।

এই সময় আ‌ন্দোলনকারীরা ধিক্কার ধিক্কার রাষ্ট্র তোমার ধিক্কার, স্বৈরাচা‌রের বিরু‌দ্ধে ,বৈষ‌ম্যের বিরু‌দ্ধে জা‌গো‌ রে জাগো, আমার ভাই‌রের রক্ত বৃথা যে‌তে দিব না, বাধা আস‌বে যেখা‌নে লড়াই হ‌বে এক সা‌থে, সন্ত্রাসী‌দের কা‌লো হাত ভে‌ঙ্গে দাও ঘু‌ড়ি‌য়ে দাও, সন্ত্রাসী‌দের আস্তানা ভে‌ঙ্গে দাও, আমা‌দের ধমনীতে শহী‌দের রক্ত, হামলা ক‌রে আ‌ন্দোলন বন্ধ করা যাবে না, র‌ক্তের বন‌্যায় ভে‌সে যা‌বে অন‌্যায়, আমার ভাই মরল কেন, রাষ্ট্র তোমার জবাব চাই, সারা বাংলায় খবর দে কোটা প্রথা কবর দে, আমার ভাই‌য়ের রক্ত ঝ‌ড়ে রাষ্ট্র তখন কি ক‌রে, চে‌য়ে‌ছিলাম অ‌ধিকার হ‌য়ে‌ গেলাম রাজাকার ইত‌্যা‌দি স্লোগান দি‌তে থা‌কেন।

এই নি‌য়ে পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন করে শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী দেওয়ানগজ্ঞ কমিউটার ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় সা‌ড়ে চার ঘন্টা পর রাতে ৯টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img