spot_img

হল ত্যাগ করলেন শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক হল ত্যাগ করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব। এদিকে তারা হল থেকে পালিয়েছেন বলে দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭জুলাই) দুপুর আড়াইটা শাহপরাণ হল থেকে একটি সাদা মাইক্রোবাস যোগে বিশ্ববিদ্যালয়ের পিছনের রাস্তা টিলারগাঁও দিয়ে পালিয়ে যান বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

সাধারণ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, তাদের সাথে ছাত্রলীগের আরও পাঁচ সাতজন নেতাকর্মী ছিল।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী তাদের ব্যাগপত্র নিয়ে তাড়াহুড়ো আবাসিক হল ত্যাগ করে।

হল ত্যাগের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক শিক্ষার্থীদের হল থেকে বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন। সে নির্দেশ মান্য করেই আমি হল ত্যাগ করছি।

একই কথা বলেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিল।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img