spot_img

শিক্ষাঙ্গনে চলমান পরিস্থিতি নিয়ে ববি শিক্ষক সমিতির উদ্বেগ ও নিন্দা প্রকাশ

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

শিক্ষাঙ্গনে চলমান পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে। সোমবার (১৭ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি প্রদান করা হয়।

- বিজ্ঞাপন -

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাঙ্গনে চলমান পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতি কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত উদ্বিগ্ন ও মর্মাহত। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা হত- বিহ্বল ও মানসিকভাবে ক্ষত-বিক্ষত। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

পাশাপাশি, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শিক্ষাঙ্গনে স্বাধীনতা বিরোধী স্লোগানও কোনোভাবেই সমর্থন করা যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, এই ধরনের স্লোগান নিঃসন্দেহে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল চেতনার পরিপন্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনতিবিলম্বে যারা শিক্ষাঙ্গনে চলমান আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এবং যারা নিরীহ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে হতাহত করেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি জানাচ্ছে। একইসাথে, আমরা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের আহ্বান জানাই।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img