spot_img

হল ছাড়ার সময় শাবিপ্রবির দুই ছাত্রলীগ নেতাসহ আহত ৩

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি:

আবাসিক হল ত্যাগের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই নেতাসহ এক শিক্ষার্থী আহত হয়েছেন।

- বিজ্ঞাপন -

বুধবার (১৭ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকা এবং বর্ডার গার্ড স্কুলের সামনে পৃথকভাবে হামলার শিকার হয়েছেন তারা।

হামলায় আহতরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম সাজিদ, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনু, বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান মামুন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১৭ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটশ দেয় বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ। এতে বিকালে হল ত্যাগের সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগ নেতা সাজিদ এবং উজ্জল। এরআগে আখালিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মামুন। তবে কে বা কারা হামলা করেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে জানতে সহসভাপতি সাজেদুল ইসলামকে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়। যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনুকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

হামলার বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিকাল ৩ টার ভিতর হল ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তারা হল ত্যাগ করে যাওয়ার পথে দুই হলের মাঝখানে সাজেদুল ইসলাম সাজিদ ও উজ্জ্বল দাস চিনুকে সাধারণ শিক্ষার্থী নামধারী শিবির কর্মীরা হামলা করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় মেডিকেলে নেওয়া হয়, এতে সাজিদ নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img