spot_img

নিহতদের স্মরণে ‘সেইভ বিডি’ লিখে কুবির হল শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে ছয়জনকে হত্যার প্রতিবাদস্বরুপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করেন। বুধবার (১৭ জুলাই), রাত ১১ টায় মোমবাতি জ্বালিয়ে ‘সেইভ বিডি’ লিখে এই প্রতিবাদ জানায় হলের আবাসিক শিক্ষার্থীরা।

নিহত ছয়জনকে স্মরণ করে মোমবাতি প্রজ্বলনের বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, একটা যৌক্তিক বৈষম্যবিরোধী আন্দোলনে নেমে আজকে আমাদের রাস্তায় মারা হচ্ছে। আমরা নিজের দেশে নিজেরা মতপ্রকাশ করতে পারছিনা। আমাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নেমে আমাদের প্রাণ দিতে হচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে দেশে মেধাবী হয়ে জন্ম নেয়াটাই আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

- বিজ্ঞাপন -

এর আগে বুধবার (১৭ জুলাই) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলে কুবির পাঁচ হলের শিক্ষার্থীরা হল না ছাড়ার দাবি নিয়ে আন্দোলনে নামে। পরবর্তীতে কোন শিক্ষার্থীকে জোরপূর্বক হল ছাড়তে বাধ্য না করা এবং তাদের নিরাপত্তায় সচেষ্ট থাকবেন বলে নিশ্চিত করেন প্রশাসন।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img