জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দিনভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। জবি শিক্ষার্থী ও সহপাঠীরা এই আন্দোলন থেকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
শনিবার (১৬ মার্চ) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির সময় এই দাবিগুলো জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো:
১. হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
২. অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে।
৩. দ্রুত সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে।
৪. ভিক্টিম ব্লেমিং এবং ভিক্টিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে।
৬. নারী নিপিড়ন সেল কার্যকর করতে হবে।
দাবি পূরণ না হলে আগামী সোমবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ফাইরুজ অবন্তিকার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন।
এসআই/
মন্তব্য করুন