এডুকেশন টাইমস
২৯ জুলাই ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে বাঁধা পেরিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ছবি: এডুকেশন টাইমস

কুবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্দোলনকারীরা সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত স্থানীয় নেতাকর্মীদের বাঁধা পেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলনে আসার সময় অনেক আন্দোলনকারীরা মারধরেরও শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল পর্যন্ত যায়। এরপর আবার মূল ফটকের এসে তারা বক্তব্য রাখেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাত্র আন্দোলন চত্বর, ব্লু ওয়াটার পার্ক রোড, কোটবাড়ী বিশ্বরোড, কোটবাড়ী অংশে সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত স্থানীয় নেতৃবৃন্দ অবস্থান নেন। এ সময় তারা প্রতিটি যানবাহন চেক করেন। আন্দোলনকারী কেউ থাকলে তাদেরকে গালিগালাজ, মারধর করে গাড়িতে তুলে আবার ফিরিয়ে দেন। এ সময় তাদের অনেককে হেলমেট পরিহিত অবস্থায় লাঠি, গাছের ঢাল, স্ট্যাম্প হাতে দেখা যায়। আন্দোলনে বাঁধাদান কারীদের সাথে এ সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী, আবু সাদাৎ মো. সায়েম, ইকবাল খানকে দেখা যায় যায়।

এ ব্যাপারে তাদের সাথে কথা বললে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বহিরাগতরাও ক্যাম্পাসে এসে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসের দিকে যেতে পারছে। তাদের যাতে কোন সমস্যা না হয় সে জন্য আমরা দাঁড়িয়েছি।

দুপুর দুইটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বাঁধার মুখে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এ সময় আন্দোলনকারীরা ‘শিক্ষা, ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘শিক্ষা,সন্ত্রাস একসাথে চলবে না’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘তুমি কে, আমি কে? সমন্বয়ক, সমন্বয়ক’সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন ১৫ জুলাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিবস ঘোষণা করে। এরপরের কর্মসূচির ব্যাপারে তিনি পরবর্তীতে জানানো হবে বলে জানান।

কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারা বলেছে ব্যবস্থা নিবে।’

সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আজকে তেমন কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়নি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ সেহেতু আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো দলের কোনো প্রকার কর্মসূচি পালন করতে দিব না। যদি কেউ আমাদের অনুমতি ছাড়া কর্মসূচি করে তাহলে এর দায়ভার আমাদের না।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু, চলবে ৩ রুটে

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নামে স্মরণসভা করার নির্দেশ

হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস

১০

ইবি মফিজ লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’ – উপাচার্য

১১

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য

১২

জবির মার্কেটিং অ্যালামনাইয়ের সভাপতি সৈকত , সম্পাদক রাজ্জাক

১৩

১৮ বছর পর প্রকাশ্যে নবীনদের বরণ করল হাবিপ্রবি শাখা ছাত্রশিবির

১৪

ওয়ান ব্যাংকে নিয়োগ, প্রবেশনে বেতন ৫৫,০০০ টাকা

১৫

ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ-আহতদের বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

১৭

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেল

১৮

ববিতে মানবধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

১৯

আবারো মহাসমাবেশের ডাক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

২০