শাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে র্যালি ও সংহতি সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষকরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় শাবিপ্রবির প্রধান ফটকে এই সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে প্রতিবাদ র্যালি নিয়ে প্রধান ফটকে যান নিপীড়ন বিরোধী শিক্ষকরা। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের ৬০ এর অধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রাজইক মিয়া, অধ্যাপক রেজাউল করিম।
বক্তারা বলেন, শিক্ষার্থী, শিশু ও অসহায় মানুষের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। ছাত্ররা যে ৯ দফা দাবি দিয়েছে তা যৌক্তিক, আমরা তার সাথে একমত। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক। আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে এর সঠিক বিচার হোক।
তারা আরও বলেন, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীরা এ দেশের হৃদয়ের স্পন্দন, তাদের ওপর আর গুলি চালাবেন না। প্রশাসনের ভাইয়েরা এ আন্দোলনের সুফল আপনার সন্তানেরাও নিবে। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করবেন না। যেসব মন্ত্রীরা গুণ্ডা বাহিনী লেলিয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের চোখে সবাই সমান, অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। তাছাড়া রাতের বেলা শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষকরা।
এসআই/
মন্তব্য করুন