spot_img

রাতের আধারে তুলে নেওয়া শিক্ষার্থীদের থানা থেকে ছাড়ালেন শাবিপ্রবি শিক্ষকরা

এসম্পর্কিত আরো পড়ুন

suশাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটে গত ৩১ জুলাই দিবাগত রাতে মেস থেকে পুলিশ তল্লাশি চালিয়ে চাকরিপ্রার্থীসহ তিন শিক্ষার্থীকে তুলে নেয়। এরপর বৃহস্পতিবার ১ আগস্ট কোতয়ালি থানা থেকে দুপুর আড়াইটার দিকে থানা থেকে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনেন শাবিপ্রবির শিক্ষকরা।

- বিজ্ঞাপন -

জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিহারীপাড়া এলাকার মেস থেকে তাদেরকে তুলে আনে পুলিশ। আটক তিন শিক্ষার্থীর মধ্যে ২জন শাবিপ্রবির ও একজন মুরারিচাদ কলেজের শিক্ষার্থী।

তাদেরকে আটকের খবরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা কোতোয়ালি মডেল থানায় যান। সেখানে ওসির সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা করে তাদেরকে ছাড়িয়ে আনেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, অধ্যাপক সাইফুল ইসলাম, খাদ্যপ্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক খালিদুর রহমান।

অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থী আটকের খবর পেয়েই তাদের উদ্ধার করতে যাই। থানার ওসির সঙ্গে কথা বলে আমাদের জিম্মায় শিক্ষার্থীদেরকে ছাড়তে রাজি হন । এখন নিরাপদে আছেন।

এ বিষয়ে মহানগরের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, রাতে আমাদের কাছে খবর আসে যে ওই মেসে মামলার আসামি কেউ অবস্থান করছেন। রাতে আমরা মেসে যাই। শিক্ষার্থীদের কয়েকজন দরজা খুলে দিলেও একটি রুমের দরজায় বাহির থেকে তালা দিয়ে ভেতরে শিক্ষার্থীরা অবস্থান করছিল। আমাদের সন্দেহ হলে বাহিরের থাকা শিক্ষার্থীদের রুম খুলে দিতে বলি। কিন্ত দেড় ঘণ্টা পর খুললে সন্দেহজনকভাবে তিনজনকে থানায় নিয়ে আসি। পরে শিক্ষকরা আসলে তাদেরকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img